গল্পসল্প/‘দাদা হব’ ছিল বিষম শখ

উইকিসংকলন থেকে

‘দাদা হব’ ছিল বিষম শখ—
তখন বয়স বারো হবে,
  কড়া হয় নি ত্বক।
স্টেজ বেঁধেছি ঘরের কোণে,
বুক ফুলিয়ে ক্ষণে ক্ষণে
  হয়েছিল দাদার অভিনয়;
কাঠের তরবারি মেরে
দাড়ি-পরা বিপক্ষেরে
  বারে বারেই করেছিলুম জয়।
আজ খসেছে মুখোশটা সে,
আরেক লড়াই চারি পাশে—
  মারছি কিছু, অনেক খাচ্ছি মার।
দিন চলেছে অবিরত,
ভাবনা মনে জমছে কত—
  ষোলো-আনা নয় সে অহংকার।
দেখছে নতুন পালার দাদা
হাত দুটো তার পড়ছে বাঁধা
এ সংসারের হাজার গোলামিতে।
তবুও সব হয় নি ফাঁকি,
তহবিলে রয় যা বাকি
কাজ চলছে দিতে এবং নিতে।

সাঙ্গ হয়ে এল পালা,
নাট্যশেষের দীপের মালা
  নিভে নিভে যাচ্ছে ক্রমে ক্রমে—
রঙিন ছবির দৃশ্য রেখা
ঝাপসা চোখে যায় না দেখা,
  আলোর চেয়ে ধোঁয়া উঠছে জ’মে।
সময় হয়ে এল এবার
স্টেজের বাঁধন খুলে দেবার,
  নেবে আসছে আঁধার-যবনিকা—
খাতা হাতে এখন বুঝি
আসছে কানে কলম গুঁজি
  কর্ম যাহার চরম হিসাব লিখা।
চোখের ’পরে দিয়ে ঢাকা
ভোলা মনকে ভুলিয়ে রাখা
  কোনোমতেই চলবে না তো আর—
অসীম দূরের প্রেক্ষণীতে
পড়বে ধরা শেষ গণিতে
  জিত হয়েছে কিংবা হল হার।