বিষয়বস্তুতে চলুন

গল্পস্বল্প/বাগানেতে খেলা

উইকিসংকলন থেকে

বাগানেতে খেলা।

বাগানে ফুটেছে ফুল, কত বরণের আহা!
কি সুন্দর সাজিয়াছে, বলিতে না পারি তাহা।

কেউ শাদা ধবধবে কেউ রাঙ্গা টুকটুক!
কেউ বা শতেক রং, কারাে বা সােণার মুখ!

ধীরে ধীরে বহে বায়ু, ধীরে মেঘ খেলিতেছে।
গাছের আড়ালে হােথা, চাঁদ উঁকি মারিতেছে।

বালক বালিকা দুটি, খেলিছে মনের সুখে,
করিতেছে ছুটাছুটি, হাসি না ধরিছে মুখে।

“আয় হেথা আয় বােন, দেখ হেথা দেখ চেয়ে,
বকুলের ফুলে আহা তলাটি ফেলেছে ছেয়ে”।

“আমি দাদা এক ছড়া গাঁথি ভাই জুঁই মালা,
তােমারে পরায়ে দিয়ে, আবার করিব খেলা।”

“ওই দিক পানে চেয়ে একবার দেখ বােন
গােলাপ একটি ফুটি রূপে আলাে করি বন।”

“আহা কি সুন্দর ফুল, দাওনা আমারে পাড়ি,
মাকে গিয়ে দিব আমি যখন যাইব বাড়ী।”

মেঘ সনে চাঁদ হােথা, খেলিতেছে লুকোচুরী
বালিকা, খেলিতে সাধ, ডাকিল আদর করি

এস চাঁদ মেঘ সনে শুধু লুকোচুরি খেলো,
খেলিবে মোদের সাথে কত খেলা আরো ভাল।

“মিছে ডেকে কাজ নাই, আসিবে না, বোন! শশী;
ঐ—রাখিবারে কথা তোর, তারাটি পড়িল খসি!” 

“আমি যদি ওগো দাদা, এক রাশ তারা পাই,
তাহলে গাঁথিয়ে মালা, তোমারে পরাই ভাই!”

“চল তবে চল বোন, কাজ নেই করে দেরী,
রাত হয়ে এল অই, চল যাই ঘরে ফিরি।

“কেমন সুখেতে আজ দিন কেটে গেল ভাই
প্রণমি বিভুর পদে চল এবে ঘরে যাই।”


শ্রীহিরন্ময়ী দেবী।