গল্পস্বল্প/বোনের ভালবাসা
অবয়ব
(পৃ. ৫১)
বোনের ভালবাসা।
(ছোট বোনের প্রতি বড় বোন।)
আমার খুকুরাণি, সোনামণি,
আয় ত কোলে, ভাই!
বুকে ধুয়ে মুখ্খানি তোর
সদাই দেখতে চাই।
অমন মধুর হাসি মধুর মুখে
কোথায় আছে কার!
চাঁদা মামা, ঢেলে গেছে
সুধা যত তার।
অমন নরম নরম, বাধো বাধো
আধো-কথা গুনি!
কোথা হ’তে শিখে এলি
বোনটি, বল্ শুনি,
তোরে দেখলে পরে, হরষ ভরে
হৃদয় ভেসে যায়
রাখি তোরে বুকে ক’রে
আয় রে খুকু আয়!