গীতবিতান/জাতীয় সংগীত/১৬

উইকিসংকলন থেকে

১৬

আজ  সবাই জুটে আসুক ছুটে যে যেখানে থাকে—
এবার  যার খুশি সে বাঁধন কাটুক, আমরা বাঁধব মাকে।
আমরা  পরান দিয়ে আপন করে  বাঁধব তাঁরে সত্যডোরে,
সন্তানেরই বাহুপাশে বাঁধব লক্ষ পাকে।
আজ  ধনী গরিব সবাই সমান।  আয় রে হিন্দু, আয় মুসলমান—
আজকে সকল কাজ পড়ে থাক্, আয় রে লাখে লাখে।
আজ  দাও গো সবার দুয়ার খুলে,  যাও গো সকল ভাবনা ভুলে—
সকল ডাকের উপরে আজ মা আমাদের ডাকে।