গীতবিতান/জাতীয় সংগীত/৭

উইকিসংকলন থেকে

এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন,
এক কার্যে সঁপিয়াছি সহস্র জীবন-
বন্দে মাতরম্।

আসুক সহস্র বাধা, বাধুক প্রলয়,
আমরা সহস্র প্রাণ বহিব নির্ভয়—
বন্দে মাতরম্।
আমরা ডরাইব না ঝটিকা-ঝঞ্ঝায়,
অযুত তরঙ্গ বক্ষে সহিব-হেলায়।
টুটে তো টুটুক এই নশ্বর জীবন,
তবু না ছিঁড়িবে কভু এ দৃঢ় বন্ধন—
বন্দে মাতরম্।