গীতবিতান/পূজা/১৮

উইকিসংকলন থেকে

১৮

কেন  তোমরা আমায় ডাকো,  আমার মন না মানে।
পাই নে সময় গানে গানে।
পথ আমারে শুধায় লোকে,  পথ কি আমার পড়ে চোখে,
চলি যে কোন্ দিকের পানে  গানে গানে।
দাও না ছুটি, ধর ত্রুটি,  নিই নে কানে।
মন ভেসে যায় গানে গানে।
আজ যে কুসুম-ফোটার বেলা,  আকাশে আজ রঙের মেলা,
সকল দিকেই আমায় টানে  গানে গানে।