গীতবিতান/পূজা/৩৮৩

উইকিসংকলন থেকে

৩৮৩

আর নহে, আর নয়,
আমি করি নে আর ভয়।
আমার ঘুচল কাঁদন, ফলল সাধন, হল বাঁধন ক্ষয়॥
ওই আকাশে ওই ডাকে,
আমায় আর কে ধ’রে রাখে—
আমি সকল দুয়ার খুলেছি, আজ যাব সকলময়॥
ওরা ব’সে ব’সে মিছে
শুধু মায়াজাল গাঁথিছে—
ওরা কী-যে গোনে ঘরের কোণে আমায় ডাকে পিছে।
আমার অস্ত্র হল গড়া,
আমার বর্ম হল পরা
এবার ছুটবে ঘোড়া পবনবেগে, করবে ভুবন জয়।