গীতবিতান/পূজা/৫৭৭

উইকিসংকলন থেকে

৫৭৭

এখন আমার সময় হল,
যাবার দুয়ার খোলো খোলো॥
হল দেখা, হল মেলা, আলোছায়ায় হল খেলা—
স্বপন যে সে ভোলো ভোলো॥
আকাশ ভরে দুরের গানে,
অলখ দেশে হৃদয় টানে।
ওগো সুদূর, ওগো মধুর, পথ বলে দাও পরান বঁধুর—
সব আবরণ তোলো তোলো॥