গীতবিতান/পূজা ও প্রার্থনা/৪২

উইকিসংকলন থেকে

৪২

তারো তারো, হরি, দীনজনে।
ডাকো তোমার পথে, করুণাময়,  পূজনসাধনহীন জনে।
অকুল সাগরে না হেরি ত্রাণ,  পাপে তাপে জীর্ণ এ প্রাণ—
মরণমাঝারে শরণ দাও হে,  রাখো এ দুর্বল ক্ষীণজনে।
ঘেরিল যামিনী, নিভিল আলো,  বৃথা কাজে মম দিন ফুরালো—
পথ নাহি, প্রভু, পাথেয় নাহি—  ডাকি তোমারে প্রাণপণে।
দিকহারা সদা মরি যে ঘুরে,  যাই তোমা হতে দূর সুদূরে,
পথ হারাই রসাতলপুরে—  অন্ধ এ লোচন মোহঘনে।