গীতবিতান/প্রকৃতি/৭০

উইকিসংকলন থেকে

৭০

শ্রাবণমেঘের আধেক দুয়ার ওই খোলা,
আড়াল থেকে দেয় দেখা কোন্ পথ-ভোলা।
ওই-যে পুরব-গগন জুড়ে  উত্তরী তার যায় রে উড়ে,
সজল হাওয়ার হিন্দোলাতে দেয় দোলা।
লুকাবে কি প্রকাশ পাবে কেই জানে—
আকাশে কি ধরায় বাসা কোন্‌খানে।
নানা বেশে ক্ষণে ক্ষণে  ওই তো আমার লাগায় মনে
পরশখানি নানা-সুরের-ঢেউ-তোলা।