গীতবিতান/প্রেম/১০১

উইকিসংকলন থেকে

১০১

দিনশেষের রাঙা মুকুল জাগল চিতে।
সঙ্গোপনে ফুটবে প্রেমের মঞ্জরীতে।
মন্দবায়ে অন্ধকারে  দুলবে তােমার পথের ধারে,
গন্ধ তাহার লাগবে তােমার আগমনীতে—
ফুটবে যখন মুকুল প্রেমের মঞ্জরীতে।
রাত যেন না বৃথা কাটে প্রিয়তম হে—
এসাে এসাে প্রাণে মম, গানে মম হে।
এসো নিবিড় মিলনক্ষণে  রজনীগন্ধার কাননে,
স্বপন হয়ে এসাে আমার নিশীথিনীতে—
ফুটবে যখন মুকুল প্রেমের মঞ্জরীতে॥