গীতবিতান/প্রেম/২২৫

উইকিসংকলন থেকে

২২৫

মম দুঃখের সাধন  যবে করিনু নিবেদন  তব চরণতলে
শুভলগন গেল চলে,
প্রেমের অভিষেক কেন হল না  তব নয়নজলে।
রসের ধারা নামিল না,  বিরহে তাপের দিনে ফুল গেল শুকায়ে—
মালা পরানো হল না তব গলে।
মনে হয়েছিল দেখেছিনু করুণা তব আঁখিনিমেষে,
গেল সে ভেসে।
যদি  দিতে বেদনার দান, আপনি পেতে তারে ফিরে
অমৃতফলে।