গীতবিতান/প্রেম/২৪৬

উইকিসংকলন থেকে

২৪৬

কেন নয়ন আপনি ভেসে যায়  জলে।
কেন মন কেন এমন করে।
যেন সহসা কী কথা মনে পড়ে—
মনে পড়ে না গো তবু মনে পড়ে।
চারি দিকে সব মধুর নীরব,
কেন  আমারি পরান কেঁদে মরে।
কেন মন কেন এমন কেন রে।
যেন কাহার বচন দিয়েছে বেদন,
যেন কে ফিরে গিয়েছে অনাদরে—
বাজে তারি অযতন প্রাণের ’পরে।
যেন  সহসা কী কথা মনে পড়ে—
মনে পড়ে না গো তবু মনে পড়ে।