গীতবিতান/প্রেম/২৭৯
অবয়ব
< গীতবিতান
(পৃ. ৩৮২-৩৮৩)
২৭৯
লিখন তোমার ধুলায় হয়েছে ধূলি,
হারিয়ে গিয়েছে তোমার আখর গুলি।
চৈত্ররজনী আজ বসে আছি একা, পুন বুঝি দিল দেখা—
বনে বনে তব লেখনীলীলার রেখা,
নবকিশলয়ে গো কোন্ ভুলে এল তুলি তোমার পুরানো আখরগুলি।
মল্লিকা আজি কাননে কাননে কত
সৌরভে-ভরা তোমারি নামের মতো।
কোমল তোমার অঙ্গুলি-ছোঁওয়া বাণী মনে দিল আজি আনি
বিরহের কোন্ ব্যথাভরা লিপিখানি।
মাধবীশখায় উঠিতেছে দুলি দুলি তোমার পুরানো আখরগুলি।