গীতবিতান/প্রেম/২৮৯

উইকিসংকলন থেকে

২৮৯

সে যে  বাহির হল আমি জানি,
বক্ষে আমার বাজে তাহার পথের বাণী।
কোথায় কবে এসেছে সে  সাগরতীরে, বনের শেষে,
আকাশ করে সেই কথারই কানাকানি।
হায় রে, আমি ঘর বেঁধেছি এতই দূরে,
না জানি তার আসতে হবে কত ঘুরে।
হিয়া আমার পেতে রেখে  সারাটি পথ দিলেম ঢেকে,
আমার ব্যথায় পড়ুক তাহার চরণখানি।