গীতবিতান/প্রেম/৩১৬

উইকিসংকলন থেকে

৩১৬

দিবস রজনী আমি যেন কার  আশায় আশায় থাকি।
তাই  চমকিত মন, চকিত শ্রবণ,  তৃষিত আকুল আঁখি।
চঞ্চল হয়ে ঘুরিয়ে বেড়াই,  সদা মনে হয় যদি দেখা পাই—
‘কে আসিছে’ বলে চমকিয়ে চাই  কাননে ডাকিলে পাখি।
জাগরণে তারে না দেখিতে পাই,  থাকি স্বপনের আশে—
ঘুমের আড়ালে যদি ধরা দেয়  বাঁধিব স্বপনপাশে।
এত ভালোবাসি, এত যারে চাই,  মনে হয় না তো সে যে কাছে নাই—
যেন এ বাসনা ব্যাকুল আবেগে তাহারে আনিবে ডাকি।