গীতবিতান/প্রেম/৩৩৫

উইকিসংকলন থেকে

৩৩৫

চিনিলে না আমারে কি।
দীপহারা কোণে  আমি ছিনু অন্যমনে,  ফিরে গেলে কারেও না দেখি।
দ্বারে এসে গেলে ভুলে  পরশনে দ্বার যেত খুলে—
মোর ভাগ্যতরী  এটুকু বাধায় গেল ঠেকি।
ঝড়ের রাতে  ছিনু প্রহর গণি।
হায়, শুনি নাই, শুনি নাই রথের ধ্বনি  তব রথের ধ্বনি।
গুরুগুরু গরজনে কাঁপি  বক্ষ ধরিয়াছিনু চাপি,
আকাশে বিদ্যুতবহ্নি  অভিশাপ গেল লেখি।