গীতবিতান/প্রেম/৩৮৪

উইকিসংকলন থেকে

৩৮৪

না বুঝে কারে তুমি ভাসালে আঁখিজলে।
ওগো,  কে আছে চাহিয়া শূন্য পথপানে—
কাহার জীবনে নাহি সুখ,  কাহার পরান জ্বলে।
পড় নি কাহার নয়নের ভাষা,
বোঝ নি কাহার মরমের আশা,
দেখ নি ফিরে—
কার  ব্যাকুল প্রাণের সাধ এসেছ দ’লে।