গীতবিতান/প্রেম/৩৯৩
অবয়ব
< গীতবিতান
(পৃ. ৪২২)
৩৯৩
গেল গো-
ফিরিল না, চাহিল না, পাষাণ সে।
কথাটিও কহিল না, চলে গেল গো।
না যদি থাকিতে চায় যাক যেথা সাধ যায়,
একেলা আপন-মনে দিন কি কাটিবে না।
ভাই হোক, হোক তবে—
আর তারে সাধিব না।
৩৯৩
গেল গো-
ফিরিল না, চাহিল না, পাষাণ সে।
কথাটিও কহিল না, চলে গেল গো।
না যদি থাকিতে চায় যাক যেথা সাধ যায়,
একেলা আপন-মনে দিন কি কাটিবে না।
ভাই হোক, হোক তবে—
আর তারে সাধিব না।