গীতবিতান/প্রেম/৭৬
অবয়ব
< গীতবিতান
(পৃ. ৩০২)
৭৬
আমার যদি বেলা যায় গো বয়ে জেনো জেনো
আমার মন রয়েছে তোমায় লয়ে।
পথের ধারে আসন পাতি, তোমায় দেবার মালা গাঁথি—
জেনো জেনো তাইতে আছি মগন হয়ে।
চলে গেল যাত্রী সবে
নানান পথে কলরবে।
আমার চলা এমনি ক’রে আপন হাতে সাজি ভ’রে—
জেনো জেনো আপন মনে গোপন রয়ে।