গীতবিতান/প্রেম ও প্রকৃতি/৬৪

উইকিসংকলন থেকে

৬৪

জলে-ডোবা চিকন শ্যামল  কচি ধানের পাশে পাশে
ভরা নদীর ধারে ধারে  হাঁসগুলি আজ সারে সারে
দুলে দুলে ওই-যে ভাসে।
অমনি করেই বনের শিরে  মৃদু হাওয়ায় ধীরে ধীরে
দিক্‌রেখাটির তীরে তীরে  মেঘ ভেসে যায় নীল আকাশে।
অমনি করেই অলস মনে আমার তরীর কোণে
মনের কথা সারা সকাল  যায় ভেসে আজ অকারণে।
অমনি করেই কেন জানি  দূর মাধুরীর আভাস আনি
ভাসে কাহার ছায়াখানি  আমার বুকের দীর্ঘশ্বাসে।