গীতবিতান/বিচিত্র/১১৬

উইকিসংকলন থেকে

১১৬

আমাদের  পাকবে না চুল গো— মোদের পাকবে না চুল।
আমাদের  ঝরবে না ফুল গো—  মোদের  ঝরবে না ফুল।
আমরা  ঠেকব না তো কোনো শেষে,  ফুরোয় না পথ কোনো দেশে রে,
আমাদের  ঘুচবে না ভুল গো— মোদের  ঘুচবে না ভুল।
আমরা  নয়ন মূদে করব না ধ্যান  করব না ধ্যান।
নিজের  মনের কোণে খুঁজব না জ্ঞান  খুঁজব না জ্ঞান।
আমরা  ভেসে চলি স্রোতে স্রোতে  সাগর-পানে শিখর হতে রে,
আমাদের  মিলবে না কূল গো—  মোদের  মিলবে না কূল।