গীতবিতান/পূজা/৮০

উইকিসংকলন থেকে

৮০

যদি  আমায় তুমি বাঁচাও, তবে
তোমার  নিখিল ভুবন ধন্য হবে।
যদি  আমার মনের মলিন কালী  ঘুচাও পুণ্যসলিল ঢালি
তোমার  চন্দ্র সূর্য নূতন আলোয়  জাগবে জ্যোতির মহোৎসবে।
আজও  ফোটে নি মোর শোভার কুঁড়ি,
তারি  বিষাদ আছে জগৎ জুড়ি।
যদি  নিশার তিমির গিয়ে টুটে  আমার হৃদয় জেগে ওঠে,
তবে মুখর হবে সকল আকাশ  আনন্দময় গানের রবে।