গীতাঞ্জলি/১১১

উইকিসংকলন থেকে

১১

আছে আমার হৃদয় আছে ভরে
এখন তুমি যা খুসি তাই কর।
এম্‌নি যদি বিরাজ অন্তরে
বাহির হতে সকলি মোর হর।
সব পিপাসার যেথায় অবসান
সেথায় যদি পূর্ণ কর প্রাণ,
তাহার পরে মরুপথের মাঝে
উঠে রৌদ্র উঠুক্‌ খরতর।
এই যে খেলা খেলচ কত ছলে
এই খেলা ত আমি ভালবাসি।
একদিকেতে ভাসাও আঁখিজলে
আরেক দিকে জাগিয়ে তোল হাসি।
যখন ভাবি সব খোয়ালেম বুঝি,
গভীর করে পাই তাহারে খুঁজি,
কোলের থেকে যখন ফেল দূরে
বুকের মাঝে আবার তুলে ধর।

২১ আষাঢ় ১৩১৭