গীতাঞ্জলি/১১৬

উইকিসংকলন থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন

১১৬

দয়া করে ইচ্ছা করে আপনি ছােট হয়ে
এস তুমি এ ক্ষুদ্র আলয়ে।
তাই তােমার মাধুর্য সুধা
ঘুচায় আমার আঁখির ক্ষুধা,
জলে স্থলে দাও যে ধরা
কত আকার লয়ে।
বন্ধু হয়ে পিতা হয়ে জননী হয়ে।
আপনি তুমি ছােট হয়ে এস হৃদয়ে।
আমিও কি আপন হাতে
করব ছােট বিশ্বনাথে?
জানাব আর জানব তােমায়
ক্ষুদ্র পরিচয়ে?

২৬ আষাঢ় ১৩১৭