গীতাঞ্জলি/১৩৪

উইকিসংকলন থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন

 

১৩৪

তোমায় খোঁজা শেষ হবে না মাের,
যবে আমার জনম হবে ভাের।
চলে যাব নবজীবনলােকে
নূতন দেখা জাগবে আমার চোখে
নবীন হয়ে নূতন সে আলােকে
পরব তব নবমিলন ডাের।
তােমায় খোঁজা শেষ হবেনা মাের।

তােমার অন্ত নাই গাে অন্ত নাই,
বারে বারে নূতন লীলা তাই।
আবার তুমি জানিনে কোন বেশে
পথের মাঝে দাড়াবে নাথ হেসে,
আমার এ হাত ধরবে কাছে এসে,
লাগবে প্রাণে নূতন ভাবের ঘাের।
তােমায় খোঁজা শেষ হবেনা মোর।

১০ শ্রাবণ ১৩১৭