বিষয়বস্তুতে চলুন

গীতাঞ্জলি/১৪১

উইকিসংকলন থেকে

১৪১

ওরে মাঝি ওরে আমার
মানবজন্মতরীব মাঝি,
শুনতে কি পাস দূরের থেকে
পারের বাঁশি উঠচে বাজি।
তরী কি তাের দিনের শেষে
ঠেকবে এবার ঘাটে এসে?
সেথায় সন্ধ্যা-অন্ধকারে
দেয় কি দেখা প্রদাপরাজি?

যেন আমার লাগচে মনে,
মন্দ মধুর এই পবনে
সিন্ধুপারের হাসিটি কার
আঁধার বেয়ে আচে আজি।
আসার বেলায় কুসুমগুলি
কিছু এনেছিলেম তুলি,
যে গুলি তার নবীন আছে
এই বেলা নে সাজিয়ে সাজি॥

১৮ শ্রাবণ ১৩১৭