বিষয়বস্তুতে চলুন

গীতাঞ্জলি/১৪২

উইকিসংকলন থেকে

১৪২

মনকে, আমার কায়াকে,
আমি একেবারে মিলিয়ে দিতে
চাই, এ কালো ছায়াকে।
ঐ আগুনে জ্বলিয়ে দিতে,
ঐ সাগরে তলিয়ে দিতে,
ঐ চরণে গলিয়ে দিতে,
দলিয়ে দিতে মায়াকে,-
মনকে, আমার কায়াকে।

যেখানে যাই সেথায় একে,
আসন জুড়ে বসতে দেখে
লাজে মরি, লওগাে হরি’
এই সুনিবিড় ছায়াকে
মনকে, আমার কায়াকে।
তুমি আমার অনুভাবে
কোথাও নাহি বাধা পাবে,
পূর্ণ একা দেবে দেখা
সরিয়ে দিয়ে মায়াকে
মনকে, আমার কায়াকে॥

১৯ শ্রবণ ১৩১৭