গীতাঞ্জলি/১৫৪

উইকিসংকলন থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
১৫৪

গান গাওয়ালে আমায় তুমি
কতই ছলে যে,
কত সুখের খেলায়, কত
নয়ন জলে হে।


ধরা দিয়ে দাওনা ধরা
এস কাছে, পালাও ত্বরা,
পবাণ কর ব্যথায় ভরা
পলে পলে হে।
গান গাওয়ালে এমনি করে,
কতই ছলে যে!

কত তীব্র ভাবে, তোমার
বীণা সাজাও যে,
শত ছিদ্র করে জীবন
বাঁশি বাজাও হে।

তব সুরের লালাতে মোর
জনম যদি হয়েছে ভোর,
চুপ করিয়ে রাখ এবার
চরণ তলে হে।
গান গাওয়ালে চিরজীবন
কতই ছলে যে।