বিষয়বস্তুতে চলুন

গীতাঞ্জলি/২০

উইকিসংকলন থেকে
২০

আষাঢ় সন্ধ্যা ঘনিয়ে এল,
গেলরে দিন বয়ে।
বাঁধন-হারা বৃষ্টি ধারা
ঝরছে রয়ে রয়ে।
একলা বসে ঘরের কোণে
কি ভাবি যে আপন মনে,
সজল হাওয়া যূথীর বনে
কি কথা যায় কয়ে!
বাঁধন-হারা বৃষ্টিধারা
ঝরছে রয়ে রয়ে।

হৃদয়ে আজ ঢেউ দিয়েছে
খুঁজে না পাই কুল;
সৌরভে প্রাণ কাঁদিয়ে তুলে
ভিজে বনের ফুল।
আঁধার রাতে প্রহরগুলি
কোন্‌ সুরে আজ ভরিয়ে তুলি,
কোন্‌ ভুলে আজ সকল ভুলি
আছি আকুল হয়ে!
বাঁধন-হারা বৃষ্টি ধারা
ঝরছে রয়ে রয়ে!

আষাঢ় ১৩১৬