গীতাঞ্জলি/৫৯

উইকিসংকলন থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন

৫৯


 জীবন যখন শুকায়ে যায়
 করুণা-ধারায় এসো।
 সকল মাধুরী লুকায়ে যায়,
 গীতসুধারসে এসো।
কর্ম্ম যখন প্রবল আকার
গরজি উঠিয়া ঢাকে চারিধার,
হৃদয়প্রাস্তে হে নীরব নাথ
 শাস্ত চরণে এসো।
 আপনারে যবে করিয়া কৃপণ
 কোণে পড়ে থাকে দীনহীন মন,
 দুয়ার খুলিয়া, হে উদার নাথ,
 রাজ-সমারোহে এসো।
বাসনা যখন বিপুল ধূলায়
অন্ধ করিয়া অবোধে ভুলায়
ওহে পবিত্র, ওহে অনিদ্র,
 রুদ্র আলোক এসো॥
২৮ চৈত্র, ১৩১৬