গীতাঞ্জলি/৭

উইকিসংকলন থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন

তুমি নব নব রূপে এস প্রাণে
এস গন্ধে বরণে, এস গানে।
এস অঙ্গে পুলকময় পরশে,
এস চিত্তে সুধাময় হরষে,
এস মুগ্ধ মুদিত দুনয়ানে
তুমি নব নব রূপে এস প্রাণে
এস নির্ম্মল উজ্জ্বল কান্ত,
এস সুন্দর স্নিগ্ধ প্রশান্ত,
এস এসহে বিচিত্র বিধানে।
এস দুঃখ সুখে এস মর্ম্মে,
এস নিত্য নিত্য সব কর্ম্মে;
এল সকল কর্ম্ম অবসানে।
তুমি নব নব রূপে এস প্রাণে।

অগ্রহায়ণ ১৩১৪