গীতাঞ্জলি/৮৬
অবয়ব
(পৃ. ৯৮)
৮৬
একা আমি ফিরব না আর
এমন করে-
নিজের মনে কোণে কোণে
মােহের ঘােরে।
তােমার একলা বাহুর বাধন দিয়ে
ছােট করে ঘিরতে গিয়ে
শুধু এ আপনারেই বাঁধি
আপন ডােরে।
যখন আমি পাব তােমায়
নিখিল মাঝে
সেইখানে হৃদয়ে পাব
হৃদয়-রাজে।
এই চিত্ত আমার বৃন্ত কেবল,
তারি পরে বিশ্বকমল;
তারি পরে পূর্ণ প্রকাশ
দেখাও মােরে॥
২ আষাঢ় ১৩১৭