গীতাঞ্জলি/৯১

উইকিসংকলন থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন

৯১


 আরাে আঘাত সইবে আমার
 সইবে আমারো।
আরাে  কঠিন সুরে জীবনতারে ঝঙ্কারো।
 যে রাগ জাগাও আমার প্রাণে
 বাজে নি তা চরমতানে,
 নিঠুর মূর্চ্ছনায় সে গানে
 মুর্তি সঞ্চারো

 লাগে না গাে কেবল যেন
 কোমল করুণা,
 মৃদু সুরের খেলায় এ প্রাণ
 ব্যর্থ কোরােনা।
 জ্বলে উঠুক সকল হুতাশ,
 গর্জ্জি উঠুক সকল বাতাস,
 জাগিয়ে দিয়ে সকল আকাশ
 পূর্ণতা বিস্তারো।

৪ আষাঢ় ১৩১৭