গীতাঞ্জলি/৯৫

উইকিসংকলন থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন

৯৫


বিশ্বসাথে যােগে যেথায় বিহারো
সেইখানে যােগ তােমার সাথে আমারো
 নয়ক বনে, নয় বিজনে,
 নয় আমার আপন মনে,
সবার যেথায় আপন তুমি, হে প্রিয়,
 সেথায় আপন আমারো।

 সবার পানে যেথায় বাহু পসারো,
 সেই খানেতেই প্রেম জাগিবে আমারো
 গােপনে প্রেম রয় না ঘরে,
 আলাের মত ছড়িয়ে পড়ে,
 সবার তুমি আনন্দধন, হে প্রিয়,
 আনন্দ সেই আমারো॥

৭ আষাঢ় ১৩১৭