গীতালি/৪

উইকিসংকলন থেকে

আমি  হৃদয়েতে পথ কেটেছি,
সেথায় চরণ পড়ে,
তোমার  সেথায় চরণ পড়ে।
তাই তো আমার সকল পরান
কাঁপছে ব্যথার ভরে গো,
কাঁপছে থরথরে।
ব্যথাপথের পথিক তুমি,
চরণ চলে ব্যথা চুমি,
কাঁদন দিয়ে সাধন আমার
চিরদিনের তরে গো
চিরজীবন ধ’রে॥

নয়ন-জলের বন্যা দেখে
ভয় করি নে আর,
আমি  ভয় করি নে আর।
মরণ-টানে টেনে আমায়
করিয়ে দেবে পার,
আমি  তরব পারাবার।

ঝড়ের হাওয়া আকুল গানে
বইছে আজি তোমার পানে,
ডুবিয়ে তরী ঝাঁপিয়ে পড়ি
ঠেকব চরণ-’পরে,
আমি   বাঁচব চরণ ধ’রে॥


৬ ভাদ্র ১৩২১ কলিকাতা