গীতিগুঞ্জ/১০৩
অবয়ব
(পৃ. ১২৬)
১০৩
শুধু একটি কথা কহিলে মোরে।
না জানি কহিলে তুমি
কি মনে ক’রে।
মনে করি’ সেই ভাষা
কখনো উপজে আশা,
কখনো নয়নে জল—
প্রাণ শিহরে।
রচি তাহে কত তান,
কত গাথা, কত গান;
কতবার সঁপি প্রাণ
তোমার করে।
বেহাগ খাম্বাজ