গীতিগুঞ্জ/১৩০

উইকিসংকলন থেকে

১৩০



আমি কি দেখিব তোমায় হে?
তোমার সকলি সুন্দর হে—অতি সুন্দর!
তব চরণ সুন্দর, বরন সুন্দর, সুন্দর তব নয়ন;
তুমি দাঁড়ায়ে সুন্দর, বসিয়া সুন্দর, সুন্দর তব শয়ন।
তব গমন সুন্দর, থমক সুন্দর, সুন্দর তব আলস;
তব গরব সুন্দর, অশ্রু সুন্দর, সুন্দর হাসি-বিকাশ।
তব রচন সুন্দর, বচন সুন্দর, সুন্দর তব গীতি;
তব মরম সুন্দর, শরম সুন্দর, সুন্দর তব ভীতি।

আমি কত দেখিব তোমায় হে?
তুমি সকল সময়ে মধুর—অতি মধুর!
তুমি দিবসে মধুর, নিশীথে মধুর, মধুর তুমি স্বপনে;
তুমি সজনে মধুর, বিজনে মধুর, মধুর তুমি গোপনে।
তুমি বিপদে মধুর, বিষাদে মধুর, মধুর যবে ভরসা;
তুমি শরতে মধুর, হরষে মধুর, মধুর যবে বরষা।
তুমি সোহাগে মধুর, কলহে মধুর, মধুর যবে অভিমান;
তুমি মিলনে মধুর, বিরহে মধুর, মধুর যবে ভাঙা প্রাণ।

তুমি মধুর হে যবে আমায় ভালোবাস, মধুর যবে বাস অন্যে;
তুমি মধুর যবে বস কনক-আসনে, আমার কাটে দিন দৈন্যে।

কীর্তন