গীতিগুঞ্জ/১৭৮
অবয়ব
(পৃ. ২০৮-২০৯)
১৭৮
সবাই কত নূতন কথা কয়।
আমার পুরান কথা এখনো তো বলা হল না।
সবাই করে নূতন পরিচয়,
আমার আপন জনে এখনো তো জানা হল না।
সবাই ঘোরে দেশবিদেশে নূতন তল্লাসে;
আমি আছি ঘরে ব’সে—
আমার পুরান বঁধু এখনো তো ঘরে এল না।
সবাই কুড়ায় নূতন কড়ি,
আমি হারাধনের গর্ব করি;
আমার পুরান দিনের পুরান কথা এখনো তো পুরান হল না।
সবার গরব সিংহাসনে,
আমার গরব তপোবনে;
আমার সেই শান্তিমাখা পুরাতনের কোথায় তুলনা?
সবাই কহে, নূতন সুরে গাও,
নূতন প্রেমের নূতন গান শুনাও;
আমি যে গো করতে নারি আর মনের সাথে গানের ছলনা।
গাঁথব কি আর নূতন গাথা;
পরানে যে পুরান ব্যথা।
আমার নিত্যনূতন সেই পুরাতন এখনো তো আপন হল না।
কীর্তন