গীতিগুঞ্জ/৩৪

উইকিসংকলন থেকে

৩৪

আর দে দে বলব না তোরে।
যা দিলি তুই কাঙাল রানী,
তাই তো আবার নিলি হ’রে।

নে মা, আমার ধন পদ মান
জীবন-ডালা শূন্য করে;
আমি শূন্য ডালা দিব তব পায়
যদি পূজার মালা না দিস মোরে।

দিস যদি মা, দুঃখ বিপদ,
তুলে দে মা, মাথার 'পরে,
যখন বোঝা হবে ভারী
তুই নাবাবি আপন করে।

তোর নেবার মতো নই মা আমি,
তবু কেন এ দীনের দ্বারে?
তুই মা আমার পরশমণি,
আদরে নে পরশ করে।

রামপ্রসাদী মালসী