গীতিগুঞ্জ/৮

উইকিসংকলন থেকে



আহা মরি মরি!
এমন আঁখি কোথা পেলে হরি!

গগনপটে নিত্য নূতন চিত্র আঁক চিত্তহরণ,
প্রভাত আসে কতই বরন কতই ধরন ধরি!
আহা মরি মরি!

বিহগের পাখায় পাখায়, বিটপের শাখায় শাখায়,
এমন শোভা নয়ন-লোভা রচ' কেমন করি?
আহা মরি মরি!

রত্ব পরাও অতুল স্নেহে বিধু-আঁখি নিশির দেহে,
পরাও নিতি নবীন ছাঁদে মেঘের নীলাম্বরী।
আহা মরি মরি!

কত কাল হতে তুমি রচেছ এ রঙ্গভূমি,
সৃষ্টি তোমার দৃষ্টি জুড়ায় মোহন বসন পরি।
আহা মরি মরি!

বলিহারি হে অপরূপ, দেখতে নার' কিছুই কূরূপ;
তোমার দ্বারে আসতে হরি, তাই তো লাজে মরি।

ললিত