গীতিমাল্য/১০৫

উইকিসংকলন থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
১০৫

গান গেয়ে কে জানায় আপন বেদনা।
কোন্ সে তাপস আমার মাঝে
করে তােমার সাধনা।
চিনি নাই তাে আমি তারে,
আঘাত করি বারে বারে,
তার বাণীরে হাহাকারে
ডুবায় আমার কাঁদনা॥

তারি পূজার মালঞ্চে ফুল ফুটে যে।
দিনে রাতে চুরি করে।
এনেছি তাই লুটে যে।
তারি সাথে মিলব আসি,
এক সুরেতে বাজবে বাঁশি,
তখন তােমার দেখব হাসি,
ভরবে আমার চেতনা॥

৪ জ্যৈষ্ঠ ১৩২১ রামগড়