গীতিমাল্য/১০৯

উইকিসংকলন থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
১০৯

আজ ফুল ফুটেছে মাের আসনের
ডাইনে বাঁয়ে,
পূজার ছায়ে।
ওরা মিশায় ওদের নীরব কান্তি
আমার গানে,
আমার প্রাণে।
ওরা নেয় তুলে মাের কণ্ঠ ওদের
সকল গায়ে,
পূজার ছায়ে॥


হেথায় সাড়া পেল বাহির হল
প্রভাত-রবি
অমল-ছবি।
সে যে আলােটি তার মিলিয়ে দিল
আমার মাথে,
প্রণাম-সাথে।
সে যে আমার চোখে দেখে নিল
আমার মায়ে,
পূজার ছায়ে॥

১৮ জ্যৈষ্ঠ ১৩২১ রামগড়