গীতিমাল্য/৪৮
অবয়ব
(পৃ. ৬৫)
৪৮
আমার কণ্ঠ তাঁরে ডাকে,
তখন হৃদয় কোথায় থাকে।
যখন হৃদয় আসে ফিরে
আপন নীরব নীড়ে
আমার জীবন তখন কোন্ গহনে
বেড়ায় কিসের পাকে॥
যখন মােহ আমায় ডাকে
তখন লজ্জা কোথায় থাকে।
যখন আনেন তমােহারী
আলােক-তরবারি
তখন পরান আমার কোন্ কোণে যে
লজ্জাতে মুখ ঢাকে॥
১৫ অগ্রহায়ণ [১৩২০]
শান্তিনিকেতন