গীতিমাল্য/৬০
অবয়ব
(পৃ. ৭৯)
৬০
সকল দাবি ছাড়বি যখন
পাওয়া সহজ হবে।
এই কথাটা মনকে বোঝাই,
বুঝবে অবোধ কবে?
নালিশ নিয়ে বেড়াস মেতে
পাস নি যা তার হিসাব পেতে,
শুনিস নে তাই ভাণ্ডারেতে
ডাক পড়ে তোর যবে॥
দুঃখ নিয়ে দিন কেটে যায়
অশ্রু মুছে মুছে,
চোখের জলে দেখতে না পাস
দুঃখ গেছে ঘুচে।
সব আছে তোর ভরসা যে নেই,
দেখ চেয়ে দেখ্—এই যে সে এই,
মাথা তুলে হাত বাড়ালেই।
অমনি পাবি তবে॥
১৫ ফাল্গুন [১৩২০]
শিলাইদহ