বিষয়বস্তুতে চলুন

গীতিমাল্য/৬৮

উইকিসংকলন থেকে

৬৮

শ্রাবণের ধারার মতাে পড়ুক ঝরে, পড়ুক ঝরে,
তােমারি সুরটি আমার মুখের ’পরে, বুকের ’পরে।
পুরবের আলাের সাথে পড়ুক প্রাতে দুই নয়ানে—
নিশীথের অন্ধকারে গভীর ধারে পড়ুক প্রাণে—
নিশিদিন এই জীবনের সুখের ’পরে, দুখের ’পরে,
শ্রাবণের  ধারার মতাে পড়ুক ঝরে পড়ুক ঝরে॥

যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না একেবারে,
তােমার ঐ বাদল-বায়ে দিক জাগায়ে সেই শাখারে।
যা-কিছু জীর্ণ আমার, দীর্ণ আমার, জীবন-হারা,
তাহারি স্তরে স্তরে পড়ুক ঝরে সুরের ধারা—
নিশিদিন এই জীবনের তৃষার.’পরে, ভুখের ’পরে,
শ্রাবণের ধারার মতাে পড়ুক ঝরে, পড়ুক ঝরে॥

২৫ ফাল্গুন ১৩২০

শান্তিনিকেতন