গীতিমাল্য/৮৩
অবয়ব
(পৃ. ১০৪)
৮৩
তুমি যে এসেছ মাের ভবনে
রব উঠেছে ভুবনে।
নহিলে ফুলে কিসের রঙ লেগেছে,
গগনে কোন্ গান জেগেছে,
কোন্ পরিমল পবনে॥
দিয়ে দুঃখ-সুখের বেদনা
আমায় তােমার সাধনা।
আমার ব্যথায় ব্যথায় পা ফেলিয়া
এলে তােমার সুর মেলিয়া,
এলে আমার জীবনে॥
১৬ চৈত্র ১৩২০
শান্তিনিকেতন