চতুর্দ্দশপদী-কবিতাবলি/কোন এক পুস্তকের ভূমিকা পড়িয়া
অবয়ব
(পৃ. ৯৪)
৯৪
(কোন এক পুস্তকের ভূমিকা পড়িয়া।)
চাঁড়ালের হাত দিয়া পোড়াও পুস্তকে!
করি তস্মরাশি ফেল, কর্ম্মনাশা-জলে!—
সুভাবের উভযুক্ত বসন যে বলে
নার বুনিবারে, ভাষা! কুখ্যাতি-নরকে
যম-সম পারি তারে ডুবাতে পুলকে,
হাতী-সম গুঁড়া করি হাড় পদতলে!
কত যে ঐশ্বর্য্য তব এ ভব-মণ্ডলে,
সেই জানে, বাণীপদ ধরে যে মস্তকে!
কামার্ত্ত দানব যদি অপ্সরীরে সাধে,
ঘৃণায় ঘুরায়ে মুখ হাত দে সে কানে;
কিন্তু দেবপুত্র যবে প্রেম-ডোরে বাঁধে
মনঃ তার, প্রেম-সুধা হরষে সে দানে।
দূর করি নন্দঘোষে, ভজ শ্যামে, রাধে,
ও বেটা নিকটে এলে ঢাকো মুখ মানে।