চতুর্দ্দশপদী-কবিতাবলি/শ্রীমন্তের টোপর

উইকিসংকলন থেকে

৯৩
(শ্রীমন্তের টোপর।)

“শ্রীপতি
শিরে হৈতে ফেলে দিল লক্ষের টোপর।।”
চণ্ডী।

হেরি যথা সফরীরে স্বচ্ছ সরোবরে,
পড়ে মৎস্যরঙ্ক, ভেদি সুনীল গগনে,
(ইন্দ্র-ধনুঃ-সম দীপ্ত বিবিধ বরণে)
পড়িল মুকুট, উঠি, অকূল সাগরে,
উজলি চৌদিক শত রতনের করে
দ্রুতগতি! মৃদু হাসি হেম ঘনাসনে
আকাশে, সম্ভাষি দেবী, সুমধুর স্বরে,
পদ্মারে, কহিলা, “দেখ, দেখ লো নয়নে,
অবোধ শ্রীমন্ত ফেলে সাগরের জলে
লক্ষের টোপর, সখি! রক্ষিব, স্বজনি,
খুল্লনার ধন আমি।”—আশু মায়া বলে
স্বর্ণ ক্ষেমঙ্করী-রূপ লইলা জননী।
ব্জ্রনখে মৎস্যরঙ্কে যথা নভস্তলে
বিঁধে বাজ, টোপর মা ধরিলা তেমনি।