চিত্ত-মুকুর/পুষ্পমালা উপহার পাইয়া

উইকিসংকলন থেকে

পুষ্পমালা উপহার পাইয়া।

বড় ভাগ্যবান্ অজি করিলে আমারে।
এ কুসুম দাম মম পারিজাত হার,
রত্নের অধিক যত্নে রাখিব ইহরে,
আশার অধিক সখি তব উপহার।


আপনি কুসুম রাশি করিয়া চয়ন,
গেঁতেছ এ পুস্পহার শোভিতে যাহায়,
কত ভাগ্যবান হায় আজ সেই জন,
কি বলিব সে কথা যে বলিবার নয়।


নশ্বর এ পুষ্পহার শুকাবে দুদিনে,
হৃদয় করিয়া শূন্য ভূতলে খসিবে,
এ সুখের স্মৃতি কিন্তু জাগ্রতে স্বপনে,
চির দিন নিরন্তর হৃদয়ে জাগিবে।


প্রীতি উপহার কিন্তু কি দিব তোমায়,
কি দিয়া হইবে তৃপ্তি আছে কিবা ধন,



ঢালিয়া দিলাম সখি সমস্ত হৃদয়,
সঁপিনু তোমায় মম স্বাধীন জীবন।


তবু কি হইল—না না তবু তৃপ্ত নয়,
দাতার(ই) হয় জয় গ্রাহকের লাঞ্ছনা।
উপহার তুচ্ছ—কিন্তু সেই যে হৃদয়,
সে বড় অমূল্য ধন কি তার তুলনা।


এ কুসুমদাম এত হ'ত কি সুন্দর,
যদি না হইত ইহা তব উপহার?
গন্ধে আমোদিত এত হ'ত কি অন্তর,
যদি না থাকিত ইথে সৌরভ তোমার?


আশার জলধি ইহা স্মৃতির দর্পণ,
যত দেখি চিত্ত তত হয় আমোদিত।
নিভৃত চিন্তার ভাষা মনের নয়ন,
এ কুসুমদামে যেন সকলি নিহিত।


যা পেয়েছি পুষ্পহারে অমুল্য সে ধন,
অমূল্য সে দৃষ্টিসুধা, অমুল্য সে হাঁসি,

ততোধিক মূল্যবান সে অমুল্য মন,
ততোধিক সুধাপূর্ণ সে বচনরাশি।